ডিজিটাল মার্কেটিং
একজন সফল ডিজিটাল
মার্কেটার হতে চান!
ডিজিটাল প্রযুক্তি ও ডিভাইস এর ব্যবহার করে কোন ব্যবসা বা পণ্যের প্রচার করাকে মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়। সরল ভাসায় বললে অনলাইন এর মাধ্যমে ব্যবসার প্রচার করাই ডিজিটাল মার্কেটিং।
বর্তমানে সবক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন এসেছে ডিজিটাল প্রযুক্তির সাথে সাথে। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসা ক্ষেত্রেও এই পরিবর্তন সহজেই চোখে পড়ে।
বর্তমানে আমরা যেকোন পণ্য অনলাইনে কিনতে বেশি কমফোর্ট ফিল করি, শুধু তাই না - এখন যেকোন সার্ভিস বা পণ্য কেনার পূর্বে আমরা সেই পণ্য যাচাই-বাছাই করি বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে।
কারণ, বর্তমানে আমরা সবাই অনেক ব্যস্ত লাইফ-লীড করি। তাই মার্কেটে গিয়ে পণ্য কেনার মত এত সময় আমাদের হাতে নেই। এছাড়া অনলাইনে এখন যেকোন সার্ভিস বা পণ্য কেনা খুবই সহজ।
আর এসব কিছুই সম্ভব হচ্ছে ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে। এখন যেকোনো বিজনেস তার সার্ভিস বা পণ্য ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মানুষের দোড়-গোড়ায় প্রচার করছে অনলাইন মাধ্যম গুলোর মাধ্যমে। এর ফলে আমাদের জীবন এখন অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা এখন ঘরে বসেই অনলাইনে অর্ডার করেই ডেলিভারি পেয়ে যাচ্ছি আমাদের ঠিকানায়।
তাই, এক কথায় বলা যায় যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নেই। এর সাহায্যে বর্তমানে ছোট-বড় সব বিজনেস তার টার্গেটেড ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে। যার জন্য বর্তমানে ডিজিটাল মার্কেটারের অনেক বেশি ডিমান্ড এবং নিকট ভবিষ্যতে তা আরও অনেক গুণ বেড়ে যাবে।
কারণ, বর্তমানে মানুষের অনলাইনে কেনাকাটার অতিরিক্ত আগ্রহ দেখেই তা অনুধাবন করা যায়। আর কেনই বা আগ্রহ বাড়বে না... জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের জীবনমান ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে।
এক গাদা টাকা খরচ করে শহুরে জ্যাম ঠেলে গিয়ে প্রচন্ড ভীড়ের মধ্যে কেনাকাটা অনেক বিরক্তিকর বিষয়। এর ফলে অনেক সময় ও টাকা যেমন নষ্ট হয়, তেমনি আমাদের শারীরিক ও মানুষিক অনেক চাপ তৈরি করে এবং এক কথায় আমাদের ক্লান্ত করে দেয়।
কিন্তু অনলাইনে খুব সহজেই আমরা আমাদের কাংখিত সেবা বা পণ্য বিভিন্ন ওয়েবসাইট এ যাচাই-বাছাই করে এক নিমিষেই অর্ডার করতে পারি কোন ঝামেলা ছাড়াই এবং সেই সাথে সেই কাংখিত পণ্য ডেলিভারি পাই ঘরে বসেই।
আর বর্তমানের এই অনলাইন নির্ভর বিশ্ব বাজার-ব্যবস্থার মূল নিয়ামক হিসেবে কাজ করছে ডিজিটাল মার্কেটিং। কারণ, টার্গেটেড ক্রেতার নিকট কাংখিত পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার বা পৌঁছে দেয়া শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং দ্বারাই সম্ভব।
তাই, আপনি যদি একজন অনলাইন বিজনেস ওনার বা এন্ট্রারপ্রেনার হন এবং নিজের অনলাইন মার্কেটিং এ দক্ষতা না বাড়ান বা একজন দক্ষ ডিজিটাল মার্কেটার নিয়োগ না দেন তাহলে বর্তমানের এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা অসম্ভব ব্যাপার আপনার জন্য।
প্রফেশনালদের নেটওয়ার্কিং সাইট লিংকডইন এর তথ্য মতে, "ডিজিটাল মার্কেটিং" এর জব বর্তমানে সেরা ১০টি জবের একটি এবং তাদের প্ল্যাটফর্মে বর্তমানে "ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট" পদে ১১,৪০,৫৮০ টি জবের সার্কুলার রয়েছে। এছাড়াও, শুধুমাত্র আমেরিকায় মেট্রো এরিয়াতে ২৫০,০০০+ এক্সপার্ট ডিজিটাল মার্কেটারের অভাব রয়েছে। - তথ্যসূত্র, লিংকডইন.কম
শুধু দেশের বাহিরে না, বর্তমানে আমাদের দেশীয় কোম্পানিগুলো তাদের প্রয়োজনে ইন-হাউজ ডিজিটাল মার্কেটিং টীম বা ডিপার্ট্মেন্ট খুলছে কারণ, এছাড়া তারা মার্কেটে অনেক পিছিয়ে পড়বে। লিংকডইন বা বিডিজবস এ আপনি ঢুকলেই বুঝতে পারবেন প্রচুর জবের সুযোগ আছে এই পেশায়।
এছাড়াও যদি আপনার জব ভালো না লাগে সেক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে কাজের সুযোগ বা একজন ডিজিটাল এন্ট্রাপ্রেনার হিসেবে নিজের অনলাইন বিজনেস করার সুযোগ রয়েছে। শুধু প্রয়োজন নিজেকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে তৈরি করা।
আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ আপনার ক্যারিয়ার গড়বেন মনস্থির করে থাকেন তাহলে আমার এই ব্লগটি আপনাকে অনেক হেল্প করবে ডিজিটাল মার্কেটিং এর এ্যাডভান্স টেকনিক গুলো শিখতে। কারণ, এই ব্লগে আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমার দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা শেয়ার করবো।
তবে, আপনি যদি সত্যিকার অর্থেই ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে সবচেয়ে ভালো পদ্ধতিটি হচ্ছে - কোন প্রতিষ্ঠিত ডিজিটাল মার্কেটারের কাছ থেকে বা নামকরা প্রতিষ্ঠান থেকে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং এর উপর একটি কোর্স করে নেয়া।
কারণ, এর মাধ্যমে আপনি স্টেপ-বাই-স্টেপ প্রতিটি বিসয় শিখতে পারবেন। এলোমেলো লার্নিং এর ফলে আপনি মার্কেটে ভালো করতে পারবেন না। মার্কেটে ভালো অবস্থান তৈরি করতে চাইলে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং শেখার বিকল্প নেই।
এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ৩০০/৫০০ টাকা মূল্যের কোর্স বা ডিজিটাল মার্কেটিং এর নামে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর কোর্স করে আপনার কমপ্লিট লার্নিং হবে না।
যদিও আপনি বিভিন্ন ব্লগ (আমার এই ব্লগটির মত), ফ্রি ইউটিউব ভিডিও টিউটেরিয়াল ও অন্যান্য সোর্স থেকে অনেক রিসোর্স পাবেন। যা স্ট্যাডি করে আপনি অনেক কিছুই শিখতে পারবেন কিন্তু যদি প্রোফেশনাল লেভেলের ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে একজন দক্ষ মেন্টরের কাছ থেকে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং শেখার বিকল্প নেই।
এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে মেন্টরের কাছ থেকে শিখছেন তার প্র্যাক্টিক্যাল এক্সপেরিয়ান্স কত বছরের। কারণ, এক্সপেরিয়ান্স ম্যাটার করে যদি আপনি রিয়েল টাইম ওয়ার্কিং এর সময় যে সমস্যাগুলো ফেস করবেন তার সল্যুশন কিভাবে করতে হবে তাও শিখতে পারবেন।